উত্তরবঙ্গদার্জিলিংপ্রথম পাতামহানন্দা নদী থেকে উদ্ধার মৃতদেহBy Online Desk - October 9, 2019458শিলিগুড়ি, ৯ অক্টোবরঃ মহানন্দা নদী থেকে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। বুধবার সকালে শিলিগুড়ির নৌকাঘাট মোড় সংলগ্ন মহানন্দা নদী থেকে দেহটি উদ্ধার হয়। মৃতের পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে রয়েছে এনজেপি থানার পুলিশ।