রায়গঞ্জ: মহানন্দা নদী থেকে উদ্ধার হল তলিয়ে যাওয়া ব্যক্তির দেহ। মৃতের নাম দুধিরাম হালদার (৪৬)। বাড়ি রায়গঞ্জ (Raiganj) থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের মাকরা গ্রামে। পেশায় মৎস্য ব্যবসায়ী ছিলেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার মাকরাঘাটে মাছ মারার সময় আচমকাই নৌকা থেকে পা হড়কে নদীতে পড়ে যান দুধিরাম। গতকাল দুপুরে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। শনিবার সকালে ইটাহার থানার বাড়িওয়াল ঘাট এলাকায় মহানন্দা নদীতে তাঁর দেহটি ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: দোকানের ভেন্টিলেটর ভেঙে চুরি, পুলিশের ভূমিকায় প্রশ্ন