মুম্বই: প্রয়াত বলিউড অভিনেতা অরুণ বর্মা। বৃহস্পতিবার ভোররাত ২টা নাগাদ তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৬২ বছর। ভোপালের পিপলস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ভোপালেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। জানা গিয়েছে, বহুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। তাঁর ব্রেনে ব্লকেজ ছিল। প্রথমে তাঁর ফুসফুস অকেজো হয়ে গিয়েছিল। পরে কিডনি খারাপ হয়ে যায়। অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের অনেকে।
আটের দশকে বলিউডে অভিনয় শুরু করেছিলেন অরুণ বর্মা। তাঁর প্রথম সিনেমা ছিল সানি দেওল অভিনীত ‘ডাকায়েত’। তারপর আশিটিরও বেশি হিন্দি সিনেমায় পার্শ্ব-চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘কিক, ‘মুঝসে শাদি করোগে’র মতো সিনেমায় সলমন খানের সঙ্গে অভিনয় করেছেন।
আরও পড়ুন : প্রয়াত শানের মা সোনালি মুখোপাধ্যায়