মুম্বই: ফের করোনার থাবা বলিউডে। করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেত্রী রকুলপ্রীত সিং। নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে তা জানান। পাশাপাশি তাঁর সংস্পর্শে আসা মানুষজনদের সতর্কতা অবলম্বন করতেও বলেন।
😊💪🏼 pic.twitter.com/DNqEiF8gLO
— Rakul Singh (@Rakulpreet) December 22, 2020
- Advertisement -
সম্প্রতি মালদ্বীপে গিয়েছিলেন রকুলপ্রীত, ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখান থেকে ফিরেই মুম্বইতে কাজে যোগ দিয়েছেন অভিনেত্রী। কাজে যোগ দেওয়ার পরেই করোনায় আক্রান্ত হন তিনি। বর্তমানে তিনি নিজের বাড়িতে গৃহবন্দী রয়েছেন।