উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আজ ৩৫ বছর পূর্ণ হল বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন কঙ্গনা রানাউতের(Kangana Ranaut)। ২৩ মার্চ অর্থাৎ বুধবার বৈষ্ণদেবীর মন্দিরে পুজো দিয়ে দিনটি পালন করলেন তিনি। এরপর ভৈরব বাবার মন্দির দর্শন করে পুজো দেন অভিনেত্রী। এদিন সেই সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, হিমাচল প্রদেশে জন্ম বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। মূলত নারীকেন্দ্রিক ছবির জন্য বিখ্যাত তিনি। চারটি জাতীয় পুরস্কার, পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড রয়েছে কঙ্গনার ঝুলিতে। ২০২০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন অভিনেত্রী। এতগুলো সম্মানের পরও বিতর্ক যেন তাঁর পিছু ছাড়তে চায় না। নানান মন্তব্যের জন্য টুইটারেও তাঁকে ব্যান করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন স্পর্শকাতর বিষয় মন্তব্য করার জন্য বারবার তাঁকে বিতর্কে জড়াতে হয়েছে।