কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) হাইভোল্টেজ সভার আগে বিস্ফোরণ। ঘটনায় গুরুতর জখম হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি সহ ৩ জন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাত ১১টা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই নম্বর ব্লকের ভুপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়ুয়া বিরলা গ্রামে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ হয়। কাঁথিতে, শান্তিকুঞ্জের অদূরে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেখান থেকে ৪০ কিলোমিটার দূরে বোমা বিস্ফোরণ হয়। ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন নামক একজন গুরুতর জখম হন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভুপতিনগর থানার পুলিশ। কীভাবে বিস্ফোরণ, তা জানা যায়নি। অন্যদিকে, বিজেপির অভিযোগ, তৃণমূলের বুথ সভাপতির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তৃণমূলের দাবি, বিস্ফোরণের সঙ্গে দলের সম্পর্ক নেই। এই ঘটনার পর থেকে থমথমে রয়েছে এলাকা। ঘটনার তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুনঃ Shankar Ghosh | মোটা টাকার বিনিময়ে সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার হাতছানি, বিজ্ঞাপনে বিতর্ক