সিতাই: পঞ্চায়েত নির্বাচনের আগে উদ্ধার হওয়া তাজা বোমা নিষ্ক্রিয় করল বম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সিতাই থানার পুলিশ এলাকা থেকে একাধিক তাজা বোমা উদ্ধার করে। এদিন সেই বোমাগুলি সিতাইয়ের (Sitai) দেবী কামতেশ্বরী সেতুর নিকটবর্তী স্থানে নিষ্ক্রিয় করে বম্ব ডিসপোজাল স্কোয়াড। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিতাই থানার আইসি প্রবীণ প্রধান, দমকল দপ্তরের আধিকারিকরা। এছাড়াও দমকল ও স্বাস্থ্যদপ্তরের কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। এদিন প্রায় ১০টি তাজা বোমা নিষ্ক্রিয় করা হয়। তবে পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকা থেকে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষ। সিতাই থানার আইসি প্রবীণ প্রধান জানান, এর আগে এলাকা থেকে উদ্ধার হওয়া বোমা এদিন নিষ্ক্রিয় করা হয়।
আরও পড়ুন : ইসলামপুরে সরকারি জমি দখলমুক্ত করতে উদ্যোগ প্রশাসনের