চাঁচল: রবিবার ভরদুপুরে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল চাঁচলের আলসিয়াটোলা গ্রাম। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, আলসিয়াটোলা গ্রামের বাসিন্দা আব্দুস সালামের বাড়ির খামারে হঠাৎ বোমা বিস্ফোরণ হয়। তীব্র আওয়াজ পেয়ে গ্রামবাসীরা ছুটে যান ঘটনাস্থলে। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ বাহিনীও চলে আসে। বিস্ফোরণের ধাক্কায় আব্দুস সালামের বাড়ির টিনের চাল উড়ে যায়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানান, একটিমাত্র বোমা ফেটেছে। তবে বোমার তীব্রতা তেমন ছিল না। বাড়িতে থাকা হেলমেটের ভেতরে বোমাটি রাখা ছিল। তবে ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আদিবাসী নাবালিকাকে অপহরণ করে বিহারে পাচারের অভিযোগ
হরিশ্চন্দ্রপুর: এক আদিবাসী নাবালিকাকে অপহরণ করে বিহারে পাচারের অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলা ও তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার ১৫ দিন...
Read more