হবিবপুর: পরিত্যক্ত বস্তুকে ঘিরে বোমাতঙ্ক ছড়াল হবিবপুর থানার আইহো গ্রাম পঞ্চায়েতের লালচাঁদপুর এলাকায়। রবিবার ওই এলাকায় সুতলি প্যাঁচানো গোলাকার একটি কৌটো দেখতে পান এক বাসিন্দা। তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। সেই বস্তুটিকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। প্রসঙ্গত, সম্প্রতি ওই এলাকাতে থেকেই কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছিল পুলিশ। সেগুলি নিষ্ক্রিয়ও করেছিল বম্ব স্কোয়াড। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এলাকায় পরিত্যক্ত বস্তুকে ঘিরে ফের বোমাতঙ্ক ছড়াল।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোন হবিবপুর থানার বিশাল পুলিশবাহিনী। আসে দমকল, অ্যাম্বুল্যান্স এবং বম্ব স্কোয়াড। যদিও পরে বম্ব স্কোয়াড জানিয়ে দেয়, বস্তুটি বোমার মতো দেখতে হলেও তা কোনও বোমা নয়। পুলিশ জানিয়েছে, একটি কৌটোর ভেতরে পাথর ভরে সুতলি পেঁচিয়ে বোমার আকার দেওয়া হয়েছিল। সম্ভবত এলাকায় আতঙ্ক ছড়াতেই কেউ এমন কাজ করেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুনঃ একমাসেই ভেঙে পড়ল বাঁধ, নিম্নমানের কাজের অভিযোগ কোচবিহারে