চাঁচল: চাঁচল মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত দপ্তরের পেছনে কলা বাগান থেকে মঙ্গলবার ৭টি বোমা উদ্ধার হল। তৃণমূল পরিচালিত পঞ্চায়েত দপ্তরের পেছনে তিনশো মিটার দূরে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন পঞ্চায়েত দপ্তরের পেছনে কলা বাগানে তুষ ভর্তি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ব্যাগের পাশেই পড়েছিল একটি তাজা বোমা। খবর পেয়ে চাঁচল থানার আইসি সুকুমার ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী সেখানে পৌঁছায়। ঘটনাস্থলে যায় বম্ব স্কোয়াডও। জানা গিয়েছে, ব্যাগ থেকে আরও ছয়টি বোমা উদ্ধার হয়েছে। বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে।
এদিকে বোমা উদ্ধারের ঘটনায় তৃণমূল ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। চাঁচল-১ ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক কাজি আতাউর রহমান জানান, পঞ্চায়েত আপাতত তৃণমূলের দখলে রয়েছে। নতুন বোর্ড গড়ার সময় তৃণমূলের লোকেরাই বোমা মজুত করেছিল। রাজ্যজুড়ে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব চলছে। মহানন্দপুরেও সেটা প্রকাশ্যে। এই বিষয়ে টিএমসিপি’র চাঁচল-১ ব্লক সহ সভাপতি রবিউল ইসলামের বক্তব্য, কংগ্রেস ওই পঞ্চায়েত দখল রাখার চেষ্টা করছিল। তারা নিজেদের দোষ অন্যের ঘাড়ে চাপাচ্ছে। এসবের সঙ্গে শাসকদল কোনওভাবেই জড়িত নয়।