বৈষ্ণবনগর: জমি নিয়ে বিবাদের জেরে বোমাবাজিতে উত্তপ্ত বৈষ্ণবনগর। ঘটনাস্থলে পুলিশ পৌঁছোতেই পালিয়ে যায় দুষ্কৃতী। যদিও হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানার বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের চকসেরদি গ্রামে। তদন্ত শুরু করেছে বৈষ্ণবনগর থানার পুলিশ। আইসি নিম শেরিং ভুটিয়া জানান, আত্মীয়দের মধ্যে এটি ঝামেলা হচ্ছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মোকলেস শেখের বাড়ির পাশের সামান্য জায়গা নিয়ে রাজেন শেখের সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল। তারপরেই রাজেন শেখ তাদের বাড়িতে গিয়ে সকলকে প্রাণে মারার হুমকি দেয় এবং গালিগালাজ করে। শনিবার সকালে মোকলেসের ছেলে রকি বাড়ির বাইরে বের হচ্ছিল। অভিযোগ, সেই সময় রাজেশ একটি বোমা ছুড়ে মারে রকিকে। যদিও বোমাটি দূরে পড়ার ফলে রকির কোনও ক্ষতি হয়নি। সাতসকালে বোমা ফাটার আওয়াজ চমকে ওঠেন এলাকাবাসী। তারপরেই রাজেন এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বৈষ্ণবনগর থানার পুলিশ। রাজনের বাড়িতে হানা দিলেও তাকে পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ বিস্ফোরণে আহত ৫ শিশু, মুখ্যসচিব-এডিজি আইজিপিকে তলব জাতীয় শিশু সুরক্ষা কমিশনের