বর্ধমান: গভীর রাতে তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু বোমাবাজিই নয়, ওই তৃণমূল নেতার বাড়়িতে থাকা গোয়ালঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনায় চাঞ্চল্য় ছড়িয়েছে পূর্ব বর্ধমানের গলসির শিড়রাই গ্রামে। খবর পেতেই গলসি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। নিরাপত্তার স্বার্থে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। অন্য়দিকে দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গলসির শিড়রাই অঞ্চলের তৃণমূল যুব সভাপতি পদে রয়েছেন আশিষ রায়। তিনি জানিয়েছেন, গতকাল গভীররাতে তাঁর বাড়ির সামনে পরপর দু’টি বোমা ফাটায় দুষ্কৃতীরা। এছাড়াও তাঁর দাদার গোয়ালঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা সহ পুলিশের তৎপরতায় আগুন নেভানো সম্ভব হয়। তবে, এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে তা স্পষ্ট নয়। সবদিক খতিয়ে দেখছে পুলিশ।