সামশেরগঞ্জ: একটি পরিত্যক্ত জায়গায় দোকানের পিছন থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার হল। বুধবার দুপুরে সামশেরগঞ্জের(Samserganj) প্রতাপগঞ্জ নিমতলা এলাকার ঘটনাl স্থানীয় বাসিন্দারা জানান, কিছু ছেলে নোংরা কুড়োতে গিয়ে প্রথম বোমা ভর্তি বালতিদুটি দেখতে পায়l তারা স্থানীয়দের বিষয়টি জানালে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। খবর পেয়ে সামশেরগঞ্জ থানার পুলিশ এসে জায়গাটি ঘিরে ফেলেl তড়িঘড়ি খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকেl পরে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করে। প্রতাপগঞ্জ শিকদারপুর সহ আশেপাশে অন্যান্য অনেক গ্রাম রয়েছেl ঘটনাকে ঘিরে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। কে বা কারা সেখানে বোমাগুলি রেখেছিল তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুনঃ Accident Case | হাইওয়েতে দুটি বাইকের রেষারেষি, মৃত্যু ৩ যুবকের