উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রার্জুন মজুমদারের ‘অন্তর্জাল’ ছবিতে ফের জুটি বাঁধতে চলেছেন অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়। নারীকেন্দ্রিক এই ছবিতে কৌশানীর নাম লহরী।তাঁর স্বামী অপূর্বর চরিত্রে অভিনয় করবেন বনি। ছবিতে লহরী পেশায় লেখিকা। তাঁদের প্রথম বিবাহবার্ষিকীর দিন হারিয়ে যায় অপূর্ব। সেই ঘটনাকে কেন্দ্র করেই ছবির গল্প। প্রসঙ্গত, এটি প্রার্জুনের দ্বিতীয় ফিল্ম। পরিচালক জানিয়েছেন, অতিমারিতে প্রচুর মানুষের চাকরি চলে গিয়েছে। বেড়েছে গার্হস্থ হিংসার ঘটনাও। থ্রিলার ছবি হলেও এই বিষয়গুলি ছবিতে উঠে আসবে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সৌমাল্য দত্ত। মার্চ মাসেই শুটিং শুরু হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আবার শ্রাবন্তী আইনি বিপাকে