আসানসোল: কোল ইন্ডিয়ার (Coal India) অন্যতম কয়লা উত্তোলনকারী সংস্থা ইসিএল (ECL) বা ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের প্রায় ৪৫ হাজার স্থায়ী কর্মী সহ কোল ইন্ডিয়ার সমস্ত কয়লাখনি কর্মীদের জন্য এবার ৭৬ হাজার ৫০০ টাকা বোনাস দেওয়া হবে। এই বোনাস নিয়ে একটি চুক্তি বুধবার সন্ধ্যায় স্বাক্ষরিত হল। রাঁচির সিএমপিডিআই অডিটোরিয়ামে কোল ইন্ডিয়ার ডিরেক্টর (পার্সোনাল) ও বিভিন্ন কয়লা খনি সংস্থার ডিরেক্টরদের সঙ্গে বিভিন্ন স্বীকৃত শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের এক বৈঠক হয়। সেই বৈঠকে দীর্ঘ আলোচনার পর এদিন এই পরিমাণ বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়।
এর আগে বেশ কয়েক দফায় বোনাস দেওয়া নিয়ে এই আলোচনা ব্যর্থ হয়েছিল। শ্রমিক সংগঠনগুলির তরফে দাবি করা হয়েছিল, এবার যেহেতু প্রচুর কয়লার উৎপাদন কোল ইন্ডিয়াজুড়ে হয়েছে ও তাতে সংস্থার মুনাফাও বেড়েছে। তাই ১ লক্ষ টাকা বোনাস দিতে হবে কর্মীদের। শেষ পর্যন্ত কোল ইন্ডিয়া কর্তৃপক্ষ গতবারের তুলনায় প্রায় ৪ হাজার টাকা বেশি অর্থাৎ ৭৬ হাজার ৫০০ টাকা বোনাস দেওয়ার কথা মেনে নেয়। কোল ইন্ডিয়া এই বোনাস দেওয়ার কথা জানায় ও তা নিয়ে শ্রমিক সংগঠনগুলির সঙ্গে একটি চুক্তি করে। আগামী ১ অক্টোবরের মধ্যেই কর্মীদের এই বোনাসের টাকা দিয়ে দেওয়া হবে বলে এআইটিইউসির সর্বভারতীয় নেতা এবং প্রাক্তন রাজ্যসভার সাংসদ রামচন্দ্র সিং জানান।
আরও পড়ুন: অবৈধভাবে নিযুক্তদের চাকরিতে বহাল রেখেই যোগ্যদের নিয়োগ চায় রাজ্য, জানালেন ব্রাত্য