ডিজিটাল ডেস্ক: আট থেকে আশি সবাই এখন স্মার্টফোনের ভক্ত। অনলাইন পরিষেবাগুলি জীবনের গতি অনেক বাড়িয়ে দিয়েছে। হুট করে কোথাও যেতে হলে বাস কিংবা ট্যাক্সির জন্য অপেক্ষা না করে কয়েকটা ক্লিকেই এখন চট করে একটি ক্যাব বুক করে ফেলেন অনেকেই। আর, এই কাজের প্রয়োজনে এখন শহরনিবাসীদের প্রায় সবার ফোনেই কোনো না কোনো ক্যাব বুকিং অ্যাপ মজুত থাকে। তবে সমস্ত অ্যাপের পাশাপাশি এখন সকলের স্মার্টফোনেই যে অ্যাপটি একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে বিরাজ করে, তা হল হোয়াটসঅ্যাপ (WhatsApp)। কাজের প্রয়োজনে কিংবা ঘরোয়া চ্যাটের জন্য চলতি সময়ে বিশ্বের বহু সংখ্যক মানুষ এই অ্যাপটি ব্যবহার করে থাকেন। তাই ইউজারদের সুবিধার্থে পেমেন্টের মতো আরও বেশ কিছু সুবিধা এই প্ল্যাটফর্মটিতে উপলব্ধ করা হয়েছে। কিন্তু এবার ফোনে WhatsApp থাকলে আলাদা কোনো ক্যাব বুকিং অ্যাপেরও প্রয়োজন হবে না। কারণ ব্যবহারকারীরা যাতে অ্যাপটির মারফত ক্যাবও বুক করতে পারেন, সেজন্য জনপ্রিয় ক্যাব অ্যাগ্রিগেটর উবের (Uber) এবং WhatsApp একজোট হয়ে একটি নতুন ফিচার চালু করতে চলেছে।
কীভাবে WhatsApp থেকে Uber ক্যাব বুক করবেন?
১. এর জন্য প্রথমে উবেরের বিজনেস হোয়াটসঅ্যাপ (Business WhatsApp) নম্বরে (+৯১ ৭৯২০০০০০২) ‘হাই’ (Hi) লিখে পাঠাতে হবে।
২. তারপর আপনাকে আপনার সুবিধা অনুযায়ী ভাষা নির্বাচন করতে হবে।
৩. পূর্ববর্তী ধাপটি সম্পন্ন হলে চ্যাটবট আপনাকে একটি পিকআপ লোকেশন জিজ্ঞাসা করবে। এখানে আপনি হোয়াটসঅ্যাপ থেকে সরাসরি আপনার লোকেশন শেয়ার করতে পারবেন।
৪. এরপর আপনাকে আপনার পছন্দমতো ড্রপ লোকেশনটিও সেন্ড করতে হবে।
৫. এক্ষেত্রে আপনার রেজিস্টার্ড নম্বরে একটি ওটিপি (OTP) আসবে। এই ওটিপিটিকে কনফার্ম করার পর আপনাকে রাইড অপশন সিলেক্ট করতে হবে।
৬. এখানে আপনি ডিটেইলস এডিট, রাইড ক্যান্সেল বা কনফার্ম করার বিকল্প পাবেন। এই ডিটেইলসগুলিকে কনফার্ম করার পর আপনি ক্যাব এবং ড্রাইভারের ডিটেইলস পেয়ে যাবেন।
আরও পড়ুন: Phone Tricks | ফোনের মেমোরি ফুল? জেনে নিন খালি করার উপায়