নাগরাকাটা: বইমেলা ও বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠিত হল নাগরাকাটায়। ব্লক প্রশাসনের উদ্যোগে বুধবার আদিবাসী সংস্কৃতিচর্চা কেন্দ্রের প্রাঙ্গনে বই মেলার সূচনা করেন নাগরাকাটার বিডিও বিপুলকুমার মণ্ডল। তিনি জানান, উন্নয়নের পথে এগারো বছর উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে এই বই মেলা ও বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলা শুক্রবার পর্যন্ত চলবে। মেলার মূল উদ্দেশ্য ছাত্র-ছাত্রীদের বই ও বিজ্ঞানের প্রতি আগ্রহ আরও বাড়িয়ে তোলা।
জানা গিয়েছে, নাগরাকাটায় এই প্রথম বই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এলাকার বিভিন্ন স্কুল ও গ্রন্থাগারগুলি বইয়ের সম্ভার নিয়ে হাজির হয়েছে। বই মেলা ছাড়াও তিনদিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন প্রতিযোগিতাও হবে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি সুরেশ ওরাওঁ, জলপাইগুড়ি জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ গণেশ ওরাওঁ, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অসিতাভ বসু সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত প্রধানরা।
আরও পড়ুন : নারী ও শিশু কল্যাণের হাজার কোটি কোথায়, প্রশ্ন তৃণমূলের শ্রমিক ইউনিয়নের