আলিপুরদুয়ার: অষ্টম বর্ষ আলিপুরদুয়ার জেলা বইমেলা(Book fair)পুনরায় হতে চলছে। জানুয়ারি মাসে কোভিড পরিস্থিতির জেরে বইমেলা স্থগিত হয়েছিল। এবার কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় বইমেলার তোড়জোড় শুরু হয়েছে। রবিবার দুপুরে আলিপুরদুয়ার(Alipurduar) শহরের প্যারেড গ্রাউন্ডে বইমেলার খুঁটি পুজো অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন সমস্ত কর্মকর্তারা।
জেলা বইমেলার যুগ্ম সম্পাদক ভাস্কর মজুমদার জানান, অন্তিম মুহূর্তে আমাদের বইমেলা স্থগিত করা হয়েছিল। সাহিত্য সংস্কৃতিপ্রেমীরা ভেবেছিল বইমেলা আর হচ্ছে না। তাঁরা খুব হতাশ হয়েছিলেন। কিন্তু জেলাবাসীর কাছে সুখবর বইমেলা আবার হচ্ছে। কলকাতা বইমেলার পরে যেহুতু এই বইমেলা হচ্ছে তাই পাঠকরা অনেক নতুন নতুন বই পাবেন। এছাড়া ফুড কোর্টও থাকছে এবারের বইমেলায়।