ডিজিটাল ডেস্কঃ করোনা(corona) পরিস্থিতিতে বই মেলা হবে কি হবে না তা নিয়ে দীর্ঘ সময় টানাপোড়েন চলেছে। অবশেষে সল্টলেক সেন্ট্রাল পার্কে সোমবার থেকে শুরু হতে চলেছে বইমেলা(book fair)। এবারের বই মেলায় থিম হল বাংলাদেশ। বিদেশি প্রকাশকদের স্টলে অন্যান্য দেশের সাথে থাকবে রাশিয়াও। পাশাপাশি এবারের বইমেলায় অন্যান্য সাহিত্যিকদের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata banerjee) লেখা বই প্রকাশ হতে চলেছে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর লেখা বইয়ের মাধ্যমে লেখিকা মমতার সাথে পরিচয় হবে পাঠকের। সোমবার দুপুর সাড়ে তিনটে রীতি মেনে বইমেলার উদ্বোধন হয়েছে। আপাতত আগামী কদিন বইপ্রেমীদের চারণভূমি হয়ে উঠবে সল্টলেক সেন্ট্রাল পার্ক।
আরও পড়ুনঃ বনধ উপেক্ষা করায় তৃণমূলের অভিবাদন