নয়াদিল্লি: আজ, রবিবার থেকে দেশজুড়ে শুরু হল ১৮ বছরের বেশি বয়সিদের বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। এদিন থেকে বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র বা বেসরকারি টিকাকরণ কেন্দ্র থেকে এই বুস্টার পাওয়া যাবে। বেসরকারি টিকাকরণ কেন্দ্রে কোভিশিল্ড ও কোভ্যাক্সিন টিকার বুস্টার ডোজ নিলে ২২৫ টাকা দিতে হবে। সঙ্গে যোগ হবে ট্যাক্সও। এছাড়াও দিতে হবে ১৫০ টাকা সার্ভিস চার্জ।
এদিকে, দেশে কমেছে দৈনিক করোনা সংক্রমণ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১,০৫৪ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের। একদিনে সুস্থ হয়েছেন ১,২৫৮ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ২৩৩। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪,৩০,৩৫,২৭১ জন। মৃত্যু হয়েছে ৫,২১,৬৮৫ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৪,২৫,০২,৪৫৪ জন। অ্যাকটিভ কেসের সংখ্যা ১১,১৩২।