নিউজ ব্যুরো: ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার অভিযোগে সাংবাদিক বোরিয়া মজুমদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে বিসিসিআই। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, তাঁকে দু’বছরের জন্য নির্বাসিত করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই দু’বছর ভারতের ঘরোয়া কোনও ম্যাচে বোরিয়াকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না বলে খবর। তাঁকে নিষিদ্ধ ঘোষণার জন্য আইসিসির কাছে অনুরোধ জানাবে বোর্ড। ওই সাংবাদিকের সঙ্গে যাতে কেউ যোগাযোগ না রাখেন, সেবিষয়টি ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হবে।
টিম ইন্ডিয়া থেকে বাদ পড়ার পর সাক্ষাৎকার না দেওয়ায় ওই সাংবাদিক শিলিগুড়ির পাপালিকে হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। এই ঘটনা ভারতীয় ক্রিকেটে হইচই ফেলে দিয়েছিল। ঋদ্ধিমান সোশ্যাল দুনিয়ায় স্ক্রিন শট পোস্ট করে সেই সাংবাদিকের হুমকির বিষয়টি সামনে আনেন। তাঁর সমর্থনে মুখ খুলেছিলেন বীরেন্দ্র সহবাগ, প্রজ্ঞান ওঝার মতো প্রাক্তনীরা। প্রথমদিকে পাপালি সংশ্লিষ্ট সাংবাদিকের নাম প্রকাশ করেননি। ঋদ্ধির অভিযোগের পর বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা, কোশাধ্যক্ষ অরুণ সিং ধুমল ও অ্যাপেক্স কাউন্সিলের সদস্য প্রভতেজ সিং ভাটিয়াকে নিয়ে বিষয়টি তদন্ত করার জন্য কমিটি গড়েছিল বোর্ড। সেই কমিটির নির্দেশ মেনে দিল্লিতে হাজিরও হয়েছিলেন ঋদ্ধিমান। বোর্ডের তদন্ত কমিটির কাছে সংশ্লিষ্ট সাংবাদিকের নাম জানান দেশের হয়ে ৪০টি টেস্ট খেলা এই উইকেটকিপার ব্যাটার। তারপর রবিবার বোর্ডের তরফে জানানো হল, ঋদ্ধিকে হুমকি দেওয়ার অভিযোগে সাংবাদিক বোরিয়া মজুমদারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন : IPL 2022: নটরাজন-জানসেনের দাপটে লজ্জার হার আরসিবির