লন্ডনঃ এখনও সুস্থ হয়ে না ওঠায় হাসপাতালে ভর্তি করা হল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। ইতিমধ্যেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত ২৭ মার্চ করোনা ধরা পড়েছিল বরিস জনসনের। টুইটে পোস্ট করা ভিডিয়োয় নিজের শারীরিক অবস্থার কথা জানিয়েছিলেন তিনি। সেখানেই তিনি জানান, হঠাৎ করেই তাঁর শরীরে ভাইরাসের লক্ষণ দেখা যায়। তাঁর রক্তের যে নমুনা পরীক্ষা করা হয়, তাতে করোনা ভাইরাসের প্রমাণ মেলে।
ডাউনিং স্ট্রিটের বাড়িতে সেলফ আইসোলেশনেই ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সপ্তাহ খানেক পর বাড়ি থেকে কাজে যোগ দেওয়ার কথাও ছিল তাঁর। কিন্তু ডাউনিং স্ট্রিটের তরফে এক বিবৃতিতে জানানো হয়, এখনও বরিস জনসনের রোগের লক্ষণ একটুকুও কমেনি। তাই চিকিৎসকের পরামর্শ মেনেই রবিবার রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হল।
বরিস জনসন নিজের দায়িত্ব পালন করতে না পারলে বিদেশ সচিব ডমিনিক রাব দায়িত্ব পালন করবে বলে জানা গিয়েছে। তবে আপাতত হাসপাতাল থেকে কাজ চালাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
ব্রিটেনে দিন দিন বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। মারা গিয়েছেন প্রায় ৫ হাজার জন। করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সকলকে লড়াইয়ের বার্তা দেন রানি এলিজাবেথ। এই লড়াইয়ে ব্রিটেশ জয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, করোনার জেরে সতর্কতা নিতে উইন্ডসোর প্রাসাদে থাকছেন রানি। তাঁর ছেলে প্রিন্স চার্লস করোনায় আক্রান্ত হয়েছিলেন। যদিও এখন তিনি সুস্থ রয়েছেন।