ডিজিটাল ডেস্কঃ করোনা(CORONA) পরিস্থিতিতে বৃটেনের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। সেখানে চলছে কড়া লকডাউন। কিন্তু লকডাউন ভেঙে পার্টি করার অভিযোগে বিদ্ধ সেখানকার প্রধানমন্ত্রী বরিস জনসন। শুধু এই একটি অভিযোগ নয়, তাঁর বিরুদ্ধে পার্লামেন্টে দাঁড়িয়ে মিথ্যা বিবৃতি দেওয়ার অভিযোগও প্রকাশ্যে এসেছে। এবং এই অভিযোগ উল্লেখযোগ্যভাবে সামনে এনেছেন বৃটেনের উপপ্রধানমন্ত্রী ডোমিনিক র্যাব। তিনি জানিয়েছেন, সরকারি বাসভবনে পার্টি করার জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন অবশ্যই প্রয়োজন এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রী বরিস জনসন সম্মতি দেন। অন্যদিকে প্রধানমন্ত্রী বরিস জনসন এই ঘটনার জন্য ইতিমধ্যেই ক্ষমা চেয়েছেন। কার্যত বরিস জনসনের ওপর একাধিক অভিযোগের জন্য পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে তিনি জানিয়েছেন এই ব্যাপারে তিনি কিছুই জানতেন না। প্রসঙ্গত, বৃটেনের প্রধানমন্ত্রী যেখানে নিজে একাধিক করোনা বিধি জারি করেছেন দেশে, সেখানে তিনি নিজে কিভাবে করোনা বিধি-নিষেধ ভাঙলেন, তা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এই পরিস্থিতিতে আগামী দিনে বৃটেনের প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ কোন দিকে মোড় নিতে চলেছে, সেদিকে থাকছে নজর।
সাধারণ সর্দি-জ্বর নাকি করোনা? কিভাবে বুঝবেন
ডিজিটাল ডেস্কঃ বর্ষাকাল মানেই রোদ-বৃষ্টির খেলা। কখন বৃষ্টি শুরু হবে তা কেউ বলতে পারে না। এর সঙ্গে রয়েছে প্রচণ্ড গরম।...
Read more