পুরাতন মালদা: লকডাউনের মধ্যেই রবিবার দুপুরে পুরাতন মালদার মঙ্গলবাড়ী অঞ্চলের ইসলামপুর গ্রামে বৈদ্যুতিক তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল দশ বছরের এক নাবালক কিশোরের। জানা গিয়েছে, মৃত ওই কিশোরের নাম জয় বর্মন। তার বাবা সুরজিৎ বর্মন পেশায় দিনমজুর। ঘটনার পর গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গিয়েছে, রবিবার দুপুরে ওই নাবালক অন্য দুই বন্ধুর সঙ্গে বৈদ্যুতিক তারঘেরা ধানের জমির পাশ দিয়ে যাওয়ার সময় তড়িৎদাহ হয়ে ওই নাবালক আটকে যায়। অন্য বন্ধু ছাড়াতে গেলে সে ছিটকে পড়ে। তাদের চেচামেচিতে স্থানীয়রা ছুটে আসেন। এলাকাবাসী মৃত বাচ্চাটিকে উদ্ধার করে। এই ঘটনার ফলে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে ওই জমির মালিকের বিরুদ্ধে। এলাকাবাসীর অভিযোগ, এই জমির মালিক গোপাল প্রসাদ গুপ্তা এর আগেও জমিতে ফসল খাওয়ার অভিযোগে একটি ছাগল মেরেছিল। আজও তার জমিতে ইলেকট্রিক তারের সংযোগ করে রেখেছিল। জমি মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসীরা। ঘটনাস্থলে মালদা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত ওই জমির মালিককে আটক করে থানায় নিয়ে যায়।