হরিশ্চন্দ্রপুর: জমিতে পড়ে থাকা ঝাড়া ধান কুড়োতে গিয়ে মৃত্যু হল ১৪ বছরের এক কিশোরের। চালকের অজান্তেই জমিতে থাকা ট্র্যাক্টরের রোটার মেশিনে ছিন্নভিন্ন হয়ে যায় তার দেহটি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গিলা এলাকায়। মৃত কিশোরের নাম আবু তালেব। স্থানীয় চন্ডিপুর হাইস্কুলের ছাত্র ছিল সে।
করোনা পরিস্থিতিতে স্কুল বন্ধ থাকায় নিয়মিত মিলছিল না মিড ডে মিল। সরকারের দেওয়া মিড ডে মিলের সামগ্রীতে তেমন পেটও ভরত না। লকডাউনের জেরে কাজ হারিয়েছিলেন বৃদ্ধ বাবা। এই পরিস্থিতিতে পরিবারের মুখে অন্ন তুলে দিতে জমিতে পড়ে থাকা ঝাড়া ধান কুড়োনোর কাজ করত ওই কিশোর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাঙ্গিলা চন্ডিপুর এলাকার মাঝখানে একটি জমিতে ট্র্যাক্টরের রোটার মেশিন বসিয়ে জমিতে চাষের কাজ চলছিল। সেখানেই দুর্ঘটনার শিকার হয় ওই কিশোর। ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। মৃত কিশোরের পরিবারের সঙ্গে দেখা করেন পঞ্চায়েত সমিতির সদস্যা সুজাতা সাহা এবং জেলা পরিষদ সদস্যা সনু চৌধুরী।