ঘোকসাডাঙ্গা: বাঁশের মিছিল ও লাঠি খেলায় করতাল বাজিয়ে নজর কাড়ল ১২ বছরের এক বালক। সোমবার গভীর রাত পর্যন্ত মাথাভাঙ্গা-২ ব্লকের লতাপাতায় অনুষ্ঠিত বাঁশের মিছিল ও লাঠি খেলায় প্রচুর জনসমাগম লক্ষ্য করা যায়। বিচারক থেকে শুরু করে অনুষ্ঠান দেখতে আসা অনেকেই নগদ পুরস্কার হিসেবে অর্থ তুলে দেয়। তৃণমূল কংগ্রেসের কিষাণ খেতমজুর সংগঠনের লতাপাতা অঞ্চল কমিটির আয়োজিত এই অনুষ্ঠানে ব্লকের বিভিন্ন এলাকার ১৬টি দল লাঠি খেলা ও বাঁশের মিছিলে অংশ নেয়। লাঠি খেলায় প্রথম স্থান অধিকার করে পারডুবি একাদশ, দ্বিতীয় ঘোকসাডাঙ্গা একাদশ, তৃতীয় ফালাকাটা একাদশ। বাঁশের মিছিলে প্রথম স্থান অধিকার করে লতাপাতা একাদশ, দ্বিতীয় পারডুবি একাদশ, তৃতীয় ঘোকসাডাঙ্গা একাদশ। অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির তরফে বিজয়ীদের হাতে নগদ ১০ হাজার, ৫ হাজার, ২ হাজার ও পুরস্কার হিসেবে ট্রফি তুলে দেওয়া হয়।
প্রথম বর্ষেই কুশিয়ারবাড়িতে সংস্কৃতিপ্রেমী ও খেলাপ্রেমী মানুষদের কাছে নজর কাড়ে এই অনুষ্ঠান। উত্তরবঙ্গের সংস্কৃতির ধারায় রাজবংশী সমাজের মদনকাম তথা বাঁশ পুজোর প্রচলন সুপ্রাচীন কালের। পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের মহরম উপলক্ষ্যে লাঠি খেলার প্রচলন সুপ্রাচীন। আধুনিকতার ছোঁয়ায় প্রায় হারিয়ে যেতে বসেছে প্রাচীন এই রীতিগুলি। আর নতুন প্রজন্মের কাছে তা তুলে ধরতে এবং প্রাচীন সংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখতে গতকাল এই অনুষ্ঠান হয়।
মাথাভাঙ্গা-২ ব্লক তৃণমূল কংগ্রেস কিষাণ খেত মজদুর ইউনিয়নের সভাপতি সহিদার রহমান জানান, মদনকাম পুজো উপলক্ষ্যে বাঁশের মিছিল ও মুসলিম সম্প্রদায়ের প্রাচীন সংস্কৃতির ধারাকে বাঁচিয়ে রাখতে আয়োজিত লাঠি খেলা ও বাঁশের মিছিল নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। আগামী বছর আরও বড় করে করার ইচ্ছা প্রকাশ করেন।