ধূপগুড়ি: রেললাইনে গাছ পড়ে ঘণ্টাখানেক আটকে রইল আপ ব্রহ্মপুত্র মেল (Brahmaputra Mail)। মঙ্গলবার সকাল ৭টা ৫২ মিনিট নাগাদ ধূপগুড়ি শহরের ১০ নম্বর ওয়ার্ডের বিডিও (BDO) অফিসপাড়া এলাকায় একটি বিশালাকার আমগাছ উপড়ে তার কিছু অংশ রেললাইনে পড়ে যায়। এর জেরে প্রায় এক ঘণ্টা দাঁড়িয়ে পড়ে ডিব্রুগরগামী (Dibrugarh) আপ ব্রহ্মপুত্র মেল।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার সারারাত প্রচণ্ড বৃষ্টিতে গাছের গোড়ার মাটি সরে শেকড় আলগা হওয়ায় এদিন সকালে গাছটি উপড়ে পড়ে। ধূপগুড়ির বিডিও অফিস ক্যাম্পাস ঘেঁষা বিশাল গাছটি উপড়ে পড়ে পাশের রেললাইনে। এরপর বিষয়টি নজরে আসতেই সংলগ্ন বটতলা লেভেল ক্রসিংয়ের কর্মীদের খবর দেন। এদিকে, খবর পৌঁছোনোর আগেই ধূপগুড়ি স্টেশন থেকে সেখানে চলে আসে আপ ব্রহ্মপুত্র মেল। লাইল আটকে থাকায় সেখানেই দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় রেলকর্মীরা গাছ কেটে লাইন পরিষ্কার করেন। শেষে স্বাভাবিক হয় ট্রেন চলাচল।
আরও পড়ুন: Nagarakata High School Students | বিজ্ঞানের কর্মশালায় যোগ দেবে নাগরাকাটার পড়ুয়ারা