উত্তরবঙ্গ সংবাদ ডিজটাল ডেস্ক: আত্মনির্ভরতার দিকে আরও এককদম এগিয়ে গেল ভারত। সফল হল সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রাহ্মসের পরীক্ষা। বুধবার ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) মিসাইলের পরীক্ষা করেছে।
Congratulations to Team @DRDO_India and @BrahMosMissile for the successful flight testing of #BRAHMOS Supersonic Cruise Missile with Indigenous Booster and Air Frame for designated range.
This achievement will give a big boost to India’s #AtmaNirbharBharat Pledge. pic.twitter.com/39YuAcemed
— Rajnath Singh (@rajnathsingh) September 30, 2020
সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই মিসাইল তৈরি হয়েছে। ৪০০ কিলোমিটার বা তার বেশি দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম ব্রাহ্মস। মিসাইলের এয়ারফ্রেম ও বুস্টার দেশীয় প্রযুক্তিতে তৈরি।
India is extremely proud of @DRDO_India for successfully testing the indigenously developed extended range BrahMos supersonic cruise missile. This state of the art weapon is a testimony of India’s defence potential and PM @NarendraModi ji’s resolve towards an #AatmaNirbharBharat.
— Amit Shah (@AmitShah) September 30, 2020
এদিন সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মসের সফল উৎক্ষেপন হয়েছে। ওডিশার বালাসোর জেলার ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জে (আইটিআর) মোবাইল লঞ্চার থেকে ব্রাহ্মসের পরীক্ষা হয়েছে। সাফল্যের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শা ডিআরডিওকে টুইটে অভিনন্দন জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও ডিআরডিওকে টুইটে অভিনন্দন জানিয়ে বলেছেন, এই সাফল্য আত্মনির্ভর ভারত প্রকল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
BrahMos Missile Featuring Indigenous Booster Successfully Flight Testedhttps://t.co/L2OYI9h8bz
— DRDO (@DRDO_India) September 30, 2020