ডিজিটাল ডেস্ক: বরাবরই অস্কার মঞ্চে ‘ইন মেমোরিয়ম’ এর গুরুত্ব অনেক বেশি থাকে। কার্যত এই বিভাগে শ্রদ্ধা জানানো হয় সারা বিশ্বের প্রয়াত শিল্পীদের। কিন্তু এবার অস্কারের মঞ্চে ‘ইন মেমোরিয়ম’ বিভাগে বিভিন্ন শিল্পীদের স্মরণ করা হলেও স্মরণ করা হয়নি প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরকে(Lata Mangeshkar)। আর তাই নিয়েই ব্যাপক ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। প্রসঙ্গত, গত বছরেও ‘ইন মেমোরিয়ম’ বিভাগে শ্রদ্ধা জানানো হয়েছিল ভারতীয় অভিনেতা ইরফান খান, ঋষি কাপুর এবং সুশান্ত সিং রাজপুতকে। কিন্তু এবছর ‘ইন মেমোরিয়ম’ সেকশনে লতা মঙ্গেশকর বাদ পড়লেন। কার্যত প্রশ্ন উঠেছে, কেন লতা মঙ্গেশকরকে ট্রিবিউট জানালো না অ্যাকাডেমি কর্তৃপক্ষ? তবে এ নিয়ে এখনো পর্যন্ত অস্কার কর্তৃপক্ষের তরফ থেকে কিছু জানানো হয়নি।
বিশ্ব সঙ্গীত দিবস….
ডিজিটাল ডেস্ক: সুর হল জীবনের আধার, সুখ দুঃখের সাথী। আর সুরকে ধরে রাখে সঙ্গীত। মন খারাপে শান্তির খোঁজ দেয় গান।...
Read more