উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আক্ষরিক অর্থেই যেন সাম্বা ঝড়। সাম্প্রতিককালের সবচেয়ে ঝোড়ো ফুটবল খেলে দক্ষিণ কোরিয়ার যাবতীয় প্রতিরোধকে উড়িয়ে দিল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যে এশিয়ান দলটিকে নিয়ে এমন ছেলেখেলা করবে তা হয়তো ভাবতে পারেনি অতি বড় ব্রাজিলিয়ান সমর্থকও। কিন্তু শেষ পর্যন্ত তাই হয়েছে। প্রথমার্ধের ৩৬ মিনিটেই কার্যত খেলা শেষ করে দিয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান নিশ্চিত করেছে তিতের দল।
এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল। ম্যাচের ৭ মিনিটে সাজানো আক্রমণে রাফিনহার বাড়ানো বল থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এরপর ১১ মিনিট। বক্সের ভেতরে রিচার্লিসনকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। ঠান্ডার মাথায় অসাধারণ শটে বল জালে জড়ান নেইমার। অন্যদিকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলে চেষ্টা করে যেতে থাকে থাকে দক্ষিণ কোরিয়া। ম্যাচের ২৮ মিনিটে আবার ঝলসে ওঠে ব্রাজিল। ম্যাচের ২৯ মিনিটে কর্নার পায় ব্রাজিল। কর্নার থেকে ফিরতি বলে থিয়াগো সিলভার পাস থেকে বল পেয়ে জালে জড়ান রিচার্লিসন। ৩৬ মিনিটে আবারও গোলের দেখা পায় ব্রাজিল। কাউন্টার অ্যাটাক থেকে ভিনিসিয়াস জুনিয়রের পাসকে গোলে বদলে দেন লুকাস পাকুয়েতা। এতে প্রথমার্ধেই চার গোলে এগিয়ে যায় ব্রাজিল।
বিরতির পর আক্রমণের ঝাঁজ বাড়ায় দক্ষিণ কোরিয়া। তবে ব্রাজিলিয়ান ডিফেন্সর কাছে বারবার ধাক্কা খেতে হচ্ছিল কোরিয়ান স্ট্রাইকারদের। ৬৭ মিনিটে প্রায় ব্রাজিলের জালে বল জড়িয়েই দিয়েছিল কোরিয়ান ফুটবলার। বাঁদিক থেকে করা ক্রস দুর্দান্তভাবে আটকান এলিসন। ডান দিক থেকে আরেকটি শটও ঝাঁপিয়ে পড়ে বাচান তিনি। কোরিয়ানরা সফল হয় ৭৫ মিনিটে। ফ্রি কিক থেকে বল ক্লিয়ার করেছিলেন ব্রাজিলের এক ডিফেন্ডার। সেই বল রিসিভ করে বাঁঁ পায়ের শটে ব্রাজিলের জালে জড়িয়ে দেন পাইক সিউঙ হো। এরপর বেশ কয়েকটা মুভ তৈরি করে দক্ষিণ কোরিয়া। যদিও ব্যবধান আর কমাতে পারেনি তারা।