মুম্বই: গরীবের ‘মসীহা’ সোনু সুদের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল বৃহন্মুম্বই পুরনিগম। তবে কি এমন ঘটনা ঘটল, কেনই বা তাঁর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হতে হল সে বিষয়ে উদ্বিগ্ন সমস্ত মহল। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া নিয়ে ইতিমধ্যেই ক্ষিপ্ত হয়ে রয়েছেন ভক্তরা। শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।
Maharashtra: Brihanmumbai Municipal Corporation (BMC) has filed a police complaint against actor Sonu Sood (in file photo) for allegedly converting a six-storey residential building in Juhu into a hotel without BMC's permission. pic.twitter.com/49FU1Y3iGJ
— ANI (@ANI) January 7, 2021
এক টুইটের মাধ্যমে জানা যায়, বাস্তবের ‘হিরো’ সোনু সুদ তাঁর জুহু’র একটি ছয় তোলা ফ্ল্যাটকে হোটেলে পরিণত করেছে। তাতে পুরনিগমের কোনও অনুমতি নেননি তিনি। সে কারণেই বিপাকে পড়তে হয়েছে অভিনেতাকে। লকডাউনের সময় থেকে পরিযায়ী সহ দুস্থদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন তিনি তারপর তাঁর বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ মেনে নিতে পারছেন না ভক্ত সহ নেটিজেনরা। ফলে, টুইটে অনেকেই অনেকরকম মন্তব্য করেছেন। তবে, এ বিষয়ে অভিনেতার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।