হেমতাবাদ: চাষি সেজে সরকারি বিক্রয়কেন্দ্রে দালালদের প্রতিনিধিদের ধান বিক্রি বন্ধের দাবি সহ ছয় দফা দাবিতে মঙ্গলবার হেমতাবাদ কৃষি দপ্তরের আধিকারিকের দ্বারস্থ হলেন সারা ভারত কৃষক সভার সদস্যরা। পরে একটি দাবিপত্র হেমতাবাদ ব্লক কৃষি দপ্তরের আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়। কৃষক সংগঠনের ব্লক সম্পাদক ওয়াজেদ হোসেন সরকার বলেন, ’দালালদের ধান কেনা বন্ধ সহ রাসায়নিক সারের কালোবাজারি রুখতে হেমতাবাদ কৃষি দপ্তরের আধিকারিকের কাছে আবেদন জানানো হয়েছে। দাবি না মানলে কয়েকদিনের মধ্যেই রাস্তায় নেমে আন্দোলন শুরু হবে।‘ তাঁর আরও অভিযোগ কৃষকদের ধান ক্রয়ের তারিখ ঠিকমতো দেওয়া হচ্ছে না। কুইন্টাল প্রতি ৭ থেকে ৮ কেজি ধলতা নেওয়া হচ্ছে। সংগঠনের দাবি, অবিলম্বে কৃষক বাজার কিষান মান্ডি থেকে দালাল চক্র সরাতে হবে, এক ব্যক্তির বা দালালের কৃষক মান্ডিতে বারবার প্রবেশ নিষিদ্ধ করতে হবে। পঞ্চায়েতে ধান ক্রয়কেন্দ্র শিবির খুলতে হবে। এই বিষয়ে হেমতাবাদ ব্লক কৃষি দপ্তরের আধিকারিক যুগল গুরুং জানান, কৃষকদের দাবি জেলা আধিকারিককে জানানো হয়েছে। এছাড়া সারের কালোবাজারি রুখতে একাধিক ডিলার ও সারের দোকানদারকে শোকজও করা হয়েছে। এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে হেমতাবাদ কিষান মান্ডিতে প্রচুর পুলিশ মোতায়েন ছিল।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial