চাঁচল: দাদার বসতবাড়ির একাংশ জোর করে দখলের চেষ্টার অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। চাঁচলের(Chanchal) নেহালপুর এলাকায় বুধবারের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। বাধা দিতে গেলে দাদাকে দলবল নিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। এদিকে ধারাল অস্ত্রের কোপে জখম হয়েছেন ভাইপো। জানা গিয়েছে, চাঁচল থানার নেহালপুর গ্রামের বাসিন্দা জহুর আহমেদ। দেড় শতক জমির উপর দাঁড়িয়ে রয়েছে তাঁর বসতভিটা। দুই ভাই জহুর আহমেদ ও মজিবুর রহমানের সমান ভাগ থাকা সত্ত্বেও ছোট ভাই মজিবুর দাদা জহুর আহমেদের জায়গা জোরপূর্বক দখল করে সেখানে নির্মাণ কাজ করছে বলে অভিযোগ। সেই কাজে বাধা দিতে গেলে জহুরকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধর করা হয়। ঘটনার প্রতিবাদ করতে গেলে জহুরের ছেলে মহিদুরের হাতে ধারাল অস্ত্রের কোপ বসায় কাকা মজিবুর ও তার ছেলে রায়হান। ঘটনায় গুরুতর জখম মহিদুর রহমানকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মজিবুর রহমানের ছেলে রায়হান। ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তের পরিবার। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চাঁচল থানার পুলিশ।
লেটেস্ট খবর জানার জন্য দেখুন www.uttarbangasambad.com এবং ব্রেকিং নিউজ (Breaking News) এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন উত্তরবঙ্গ সংবাদ টিভিতে ।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। নিয়মিত খবরে থাকতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Instagram পেজ ।
আরও পড়ুন : Malda | রাস্তা না হলে গ্রামে প্রবেশ নিষেধ, দিদির দূতের বিরুদ্ধে ফের পোস্টার মালদায়