ডিজিটাল ডেস্ক : প্রতিটি মেয়েই চায় তাঁর জীবনের বিশেষ দিন অর্থাৎ বিয়ের দিন উপস্থিত থাকুক নিজের বাবা-মা,পরিবার। যেরকম চেয়েছিল তেলেঙ্গানার ওয়াঙ্গেলের এক পরিবারের মেয়ে। কিন্তু তাঁর পরিবারের সবাই বিয়ের দিন কাছে থাকলেও সে পায়নি বাবাকে। কারণ তাঁর বাবা সদ্যই মারা গিয়েছেন। কিন্তু বোনের মনের ইচ্ছে পূরণ করতে দাদা বেছে নিল অভিনব এক উপহার। বিয়ের দিন কনের দাদাকে দেখা যায়, বাবারুপী মোমের মূর্তিকে হুইল চেয়ারে বসিয়ে বিয়ের আসরে নিয়ে আসতে। অবিকল বাবাকে চোখের সামনে দেখে আকুল কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। পরিবারের উপস্থিত বাকি সকলেও চোখের জল আটকাতে পারেননি। ঘটনাটি ইতিমধ্যেই ভিডিও আকারে প্রকাশ্যে এসেছে এবং তা হয়ে উঠেছে ভাইরাল (Viral)। ভিডিওটি এখনো উত্তরবঙ্গ সংবাদ খতিয়ে দেখেনি। তবে শোনা যাচ্ছে, এই ভিডিও এখনো পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ দেখেছেন। এবং যথারীতি এই ঘটনা নিয়ে একাধিক পক্ষে এবং বিপক্ষে সমালোচনা উঠে আসছে। অনেকেই যেমন আবেগতাড়িত হয়ে পড়েছেন, তেমনি আবার অনেকেই মনে করছেন শুভদিনে এই দুঃখের অতীত মনে করানোর কোনো মানেই হয় না। তবে তর্ক-বিতর্ক তো চলতেই থাকবে।কিন্তু এ রকম একটি ঘটনা কার্যত সবার মনেই দাগ কেটে গিয়েছে।
তিন বছরের ছেলের শ্বাসনালী কেটে দেওয়ার অভিযোগ মদ্যপ বাবার বিরুদ্ধে
হরিরামপুর: তিন বছরের ছেলের শ্বাসনালী কেটে দেওয়ার অভিযোগ উঠল মদ্যপ বাবার বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটে হরিরামপুর(Harirampur) ব্লকের পুণ্ডরী পঞ্চায়েতের কিসমত...
Read more