দিনহাটা: শনিবার রাতে ঝাড়বৃষ্টির সুযোগে গোসানিমারি-১ গ্রাম পঞ্চায়েতের রাঙাপানি হাইস্কুল সংলগ্ন এক তৃণমূলী পঞ্চায়েত সদস্যের বাড়িতে দুষ্কৃতী হামলা হয়। ওই দুষ্কৃতী দলটি রীতিমতো ছক করেই হামলা করে। ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে মজুত থাকা প্রচুর বিলাতি মদ দুষ্কৃতী দলটি লুট করে নিয়ে যায়। এরজন্য ওরা একটি পিকআপ ভ্যানও নিয়ে এসেছিল। ফিল্মি কায়দায় ওই লুটের ঘটনা রবিবার সকালে সামনে আসতেই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। দিনহাটার থানার আইসি সঞ্জয় দত্ত জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
ওই পরিবারটির দাবি, দুষ্কৃতীরা পিকআপ ভ্যান নিয়ে এসে মোট ৪০ কার্টন মদ, একটি রেফ্রিজারেটর সহ নগদ টাকা ও কিছু সোনার গয়না নিয়ে চম্পট দেয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যের নাম নিমি রায় বসুনিয়া। তাঁর স্বামীর নাম রাজকান্ত বর্মন। রাজকান্তবাবুর পরিচিত একজনের মদের লাইসেন্স রয়েছে। সম্প্রতি তিনি মদ তুলেছিলেন। কিন্তু লকডাউনের কারণে দোকানে নিয়ে যেতে পারেননি। নিরাপত্তার অভাব বোধ করায় তাঁর বাড়িতে না রেখে রাজকান্তবাবুর বাড়িতে ওই মদ রাখেন। বাড়িতে প্রচুর মদের রয়েছে সেই খবর পেয়েই ঝড়বৃষ্টির রাতে দুষ্কৃতী দলটি সুযোগ বুঝে তৃণমূলের ওই পঞ্চায়েত সদস্যের বাড়িতে হানা দিয়ে লুটপাট চালায় বলে পুলিশের প্রাথমিক ধারণা।
তৃণমূল নেতা তথা কোচবিহার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নুর আলম হোসেন বলেন, দুষ্কৃতীরা পরিকল্পনা করেই পিকআপ ভ্যান নিয়ে এসেছিল। পুলিশকে বলেছি, যাতে দুষ্কৃতীরা দ্রুত ধরা পড়ে।