কিশনগঞ্জ: কিশনগঞ্জ (Kishanganj) সেক্টরের বিএসএফ (BSF) কর্মীরা রাষ্ট্রীয় একতা দিবস উপলক্ষ্যে স্থানীয় খাগড়ার প্রধান দপ্তর চত্বর থেকে রবিবার বাইক মিছিল বের করে। এই সেক্টরের বিএসএফের ডিআইজি (অবসরপ্রাপ্ত) ব্রিগেডিয়ার দীনেশ চন্দ্র মজুমদার সবুজ পতাকা দেখিয়ে এই বাইক মিছিলটির উদ্বোধন করেন। এই বাইক মিছিল বিএসফের প্রধান দপ্তর চত্বর থেকে শুরু হয়। প্রায় ২৫ কিমি শহরের বিভিন্ন এলাকা ও গ্রামাঞ্চল প্রায় দেড় ঘণ্টায় পরিক্রমা করে বলে জানা গিয়েছে।
সূত্র অনুসারে জানা গিয়েছে, বিএসফের হাই কমান্ডের নির্দেশে প্রতি বছর এই বাইক মিছিলের আয়োজন করা হয়। রাষ্ট্রীয় একতা দিবস প্রতিবছর ৩১ অক্টোবর দেশের প্রথম উপ প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানাতে পালন করা হয়।
আরও পড়ুন : নিয়মনিষ্ঠার সঙ্গে ছটপুজোর আয়োজন চালসার সিং পরিবারের