গঙ্গারামপুর: এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুর(Gangarampur) ব্লকের সীমান্তবর্তী এলাকা হামজাপুর বিওপি ক্যাম্প থেকে সাইকেল র্যালি শুরু হল। সাইকেল র্যালি ঘিরে বিএসএফ জওয়ানদের উৎসাহ উদ্দিপনা ছিল চোখে পড়ার মত। সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে সুসম্পর্ক গড়তে, নেশা জাতীয় দ্রব্য পাচার এবং নেশা মুক্ত করতে চলতি মাসের ১৮ তারিখে ত্রিপুরা থেকে বিএসএফের সাইকেল র্যালি শুরু হয়। সোমবার রাতে সাইকেল র্যালি এসে পৌঁছোয় গঙ্গারামপুর ব্লকের হামজাপুর বিওপিতে। বিএসএফের ৩২ জন সাইকেল রালিরটি গঙ্গারামপুরে এসে পৌঁছোতে এদিন হামজাপুর বিওপি ক্যাম্পের ১৭৪ ব্যাটালিয়নের জওয়ানদের তরফে অভ্যর্থনা আনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিএসএফ জওয়ানরা যেমন সাংস্কৃতিক অনুষ্ঠানের মেতে ওঠেন। তেমনি এলাকার খুদে পড়ুয়া অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও বিএসএফ জওয়ানের প্রশিক্ষণ দেওয়া হয় এলাকার যুবকদের। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষজনকে মাদকদ্রব্য পাচার সেবন থেকে দূরে রাখার বার্তা দেওয়ার। এরপর সাইকেল র্যালিটি হামজাপুর বিওপি ক্যাম্প থেকে দেবীপুরে যাবে।
১৭৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ডান্ট আইএসএইচ ইসাউল বলেন, ‘বিএসএফের কার্যক্রম বোঝাতে গত ১৮ তারিখে ত্রিপুরা থেকে সাইকেল র্যালি শুরু হয়েছে। কলকাতার টাইগার বিল্লাতে সেটি শেষ হবে। সোমবার রাতে রায়গঞ্জ সেক্টরে এসে র্যালিটি পৌঁছেছে। তাদের অভ্যর্থনা জানাতে ১৭৪ নম্বর ব্যাটেলিয়নের তরফে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।’