হবিবপুর: ভারত-বাংলাদেশ সীমান্তে দিনরাত এক করে পাহাড়ায় রয়েছেন বিএসএফ। এবার নাগরিক জীবনের চিকিৎসা পরিষেবার সামগ্রী নিয়ে এগিয়ে এলেন হাসপাতালে। শনিবার বিএসএফের তরফে এরকমই দৃষ্টান্ত দেখা গেল হবিবপুরে। এদিন বিএসএফের ৪৪ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে বুলবুলচণ্ডী আর এন রায় গ্রামীণ হাসপাতালে রোগী শয্যা, ওটি ক্লিনার মেশিন, হ্যান্ড গ্লাভস সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হল। উপস্থিত ছিলেন বিএসএফের ৪৪ নম্বর ব্যাটালিয়নের কমান্ডার এইচ এস বেদি, সি এম এইচ রেখা বর্মা সহ অন্যান্য চিকিৎসকরা।
এদিন বিএমওএইচ ডাঃ পুনিতা সাহার উপস্থিতিতে বিএসএফের তরফে সামগ্রীগুলি তুলে দেওয়া হয়। তিনি বলেন, ‘বিএসএফের উদ্যোগে চিকিৎসার বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হলো। সেগুলি রোগী পরিষেবায় কাজে লাগবে। হাসপাতালকে দেওয়া এই উপহারের জন্য বিএসএফ কর্তৃপক্ষকে ধন্যবাদ।‘
আরও পড়ুন : লরি চালকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য