বালুরঘাট, ১ নভেম্বরঃ পাচারের আগেই ১৬টি গোরু উদ্ধার করল বিএসএফ। বালুরঘাট থানার অন্তর্গত সীমান্ত গ্রাম চকরামগ্রাম থেকে গোরুগুলি উদ্ধার করা হয়। ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। শুক্রবার বিকেলে উদ্ধার হওয়া গোরুগুলি বালুরঘাট থানার পুলিশ হেপাজতে রাখা হয়।
জানা গিয়েছে, গোরুগুলি নিয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল পাচারকারী দলটি। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১৩৭ ব্যাটালিয়নের জওয়ানরা অভিযানে নামেন। পাচারকারী দলটিকে দেখতে পেয়ে তাড়া করেন জওয়ানরা। গোরুগুলি ছেড়ে সেখান থেকে পালিয়ে যায় পাচারকারীরা।
- Advertisement -