নিউজ ব্যুরো: গুজরাটের ভুজ থেকে পাকিস্তানি মৎস্যজীবীদের আরও ৭টি নৌকা আটক করল বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। বিএসএফের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ ভুজের হারামি নালার সাধারণ এলাকায় অভিযান চালিয়ে পচা মাছ সহ নৌকাগুলি আটক করা হয়েছে। বিএসএফের ক্রিক ক্রোকোডাইল কমান্ডো টিম এই অভিযান চালায়। আটক পাকিস্তানি মৎস্যজীবীদের জিজ্ঞাসাবাদ চলছে। মাছ ধরার উদ্দেশ্যে তাঁরা ভারতীয় জলসীমায় প্রবেশ করেছিল, না এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। তল্লাশি অভিযান জারি রয়েছে। উল্লেখ্য, এর আগে ৯ ফেব্রুয়ারি হারামি নালার সাধারণ এলাকা থেকে পাকিস্তানি মৎসজীবীদের ১১টি নৌকা আটক করেছিল বিএসএফ। সেই সঙ্গে সেদিন ছয় পাকিস্তানি মৎস্যজীবীকে আটক করা হয়।
BSF seizes 7 more Pakistan fishing boats from Gujarat's Bhuj
Read @ANI Story | https://t.co/rPRQegRyTk#BSF #Gujarat pic.twitter.com/aa0Xy2EL1Q
— ANI Digital (@ani_digital) February 17, 2022
আরও পড়ুনঃ ইউক্রেন ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনা ইউরোপীয় ইউনিয়নের