মেখলিগঞ্জ: সীমান্তরক্ষার পাশাপাশি দুঃস্থ রোগীর চিকিৎসা সাহায্যে এগিয়ে এল বিএসএফ। রবিবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১০৯ কুচলিবাড়ি এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন স্থানীয় গ্রামবাসী সঞ্জিত রায়ের স্ত্রী অনিমা রায় আচমকাই অসুস্থ হয়ে পড়েন। দিশেহারা হয়ে বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করেন তিনি। অসুস্থতার খবর পেতেই বিএসএফের তরফে তড়িঘড়ি অ্যাম্বুল্যান্সের বন্দোবস্ত করে ওই রোগীকে হাসপাতালে পাঠানো হয়। এছাড়াও আর্থিক প্রতিবন্ধকতার কথা জানতে পেরে বিএসএফের কর্তারা সঞ্জিতবাবুর নগদ অর্থও তুলে দেন। বিএসএফের এহেন কর্মকাণ্ডে আপ্লুত সীমান্তবাসীরা। বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের তরফে জানানো হয়েছে, সীমান্ত প্রহরার পাশাপাশি বিএসএফ সর্বদা সীমান্তবাসীদের বিভিন্নভাবে সাহায্য করে আসছেন। তাঁদের পাশে থাকার চেষ্টা করে আসছেন।
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial