উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পঞ্জাব সীমান্ত পেরিয়ে ফের ঢুকে পড়ল পাকিস্তানি ড্রোন। ঘটনাটি ঘটেছে পঞ্জাবের(Punjab) অমৃতসর সীমান্তে। সূত্রের খবর, অমৃতসর জেলার চহরপুর গ্রামে সীমান্ত পেরিয়ে দুটি পাক ড্রোন ঢুকে পড়ে। তখন চেকপোস্ট সংলগ্ন এলাকায় নজরদারি চালাচ্ছিলেন কর্তব্যরত জওয়ানরা। গভীর রাতে সীমান্তের ওপারে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের দুটি ড্রোনকে আকাশে উড়তে দেখেন তাঁরা। পরে উড়তে উড়তে সীমান্ত পেরিয়ে সোজা ভারতের মাটিতে ঢুকে পড়ে ড্রোনগুলি। নজরে পড়তেই সেনাবাহিনী গুলি করে ড্রোন দুটিকে নীচে নামায়।
বিষয়টি জানাজানি হতেই বিএসএফ, পাঞ্জাব পুলিশ ও অন্যান্য তদন্তকারী সংস্থাগুলি রাতভর সীমান্ত এলাকায় তল্লাশি চালায়। ড্রোনের সাহায্যে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা অস্ত্র বা ড্রাগস পাঠিয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে এলাকাজুড়ে কড়া নজরদারি শুরু করেছে বিএসএফ ও রাজ্য পুলিশ।
আরও পড়ুনঃ স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক, ‘প্রতিশোধ’ নিতে প্রতিবেশীর শিশুকন্যাকে ধর্ষণ করে খুন স্বামীর!