গৌতম সরকার, চ্যাংরাবান্ধা: মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করানোর চেষ্টা করার অভিযোগ উঠল কয়েকজন বাংলাদেশির বিরুদ্ধে।
বিষয়টি টের পেয়ে বিএসএফ কর্তৃপক্ষ বর্ডারগার্ড বাংলাদেশ কর্তাদের নজরে আনেন। তবে এতেও কাজ হয়নি। মুহূর্তের মধ্যে কয়েকজন বাংলাদেশের নাগরিক ভারতীয় সীমান্তের কাছাকাছি চলে এসে প্রহরারত বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে বলে অভিযোগ। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায়।
বিএসএফ জওয়ানদের লক্ষ্য করে বাংলাদেশের লোকজন অনবরত পাথর ছুঁড়তে থাকে। সেই সময় আত্মরক্ষার্থে বিএসফ পিএজি গান থেকে দুই রাউন্ড গুলি চালায় বলে বিএসএফের উত্তরবঙ্গের ডিআইজি(জি) আরআর শর্মা জানিয়েছেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বিএসএফের ১৪৮ নং ব্যাটেলিয়নের চ্যাংরাবান্ধা সীমান্তচৌকির কোম্পানি কমান্ডার রাজকুমার, মেখলিগঞ্জ থানার ওসি রাজু সোনার। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।