নয়াদিল্লি, ৩০ জুনঃ প্রাক্তন সহপাঠীদের হাতে গণধর্ষিতা হলেন বি.টেক স্নাতক। ঘটনাটি ঘটেছে অন্ধ্র প্রদেশের কৃষ্ণ জেলায়। জানা গিয়েছে, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে ধর্ষণ হলেও, ঘটনার কথা জানাজানি হয় চলতি মাসের ২৯ তারিখ। ফাইনাল ইয়ারে পড়ার সময়ে এই ঘটনাটি ঘটে। এমনকি ধর্ষণের ভিডিয়ো তুলে রাখারও অভিযোগ উঠেছে ওই সহপাঠীদের বিরুদ্ধে। সেই ভিডিয়ো দেখিয়ে ধর্ষকরা ব্ল্যাকমেল শুরু করলে নির্যাতিতার বাবা নিরুপায় হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
ঘটনার দিন অভিযুক্ত ওই দুই সহপাঠী নির্যাতিতাকে জন্মদিনের পার্টির ছুতোয় একটি হোটেলে নিয়ে গিয়ে নরম পানীয়তে ঘুমের ওষুধ মিশিয়ে তাঁকে অজ্ঞান করে ধর্ষণ করে বলে অভিযোগ। ভিডিয়োটি তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শেয়ার করে বেশ কিছু বন্ধুবান্ধবের সঙ্গে। নির্যাতিতা মা-বাবাকে সেই কথা জানানোর পর তাঁরা কলেজ ম্যানেজমেন্টকে ঘটনার কথা বলেন। কলেজের হস্তক্ষেপে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট করে দেওয়া হলেও আরও এক সহপাঠী ওই ভিডিয়োর কপি রয়েছে বলে তাঁকে ভয় দেখাতে শুরু করে। ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (ডি) এবং ৩৫৪ (এ) ধারায় মামলা দায়ের করা হয়।