উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পদ্মভূষণ প্রত্যাখ্যান করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, এই পুরস্কার দেওয়ার কথা তাঁর জানা নেই। তবে যদি তাঁকে দেওয়া হয়ে থাকে তিনি তা প্রত্যাখান করছেন। মঙ্গলবার কেন্দ্রের তরফে জারি করা পদ্মপুরস্কার প্রাপকদের তালিকায় সামাজিক কর্মকাণ্ডের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে পদ্মভূষণ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়। এরপরই সিপিএমের তরফে দলের রাজ্য সম্পাদক সূর্ষকান্ত মিশ্র জানিয়ে দেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই এনিয়ে সিদ্ধান্ত নেবে দল। সিপিএম সূত্রে এই খবর জানা গেছে যে একবার ভারতরত্ন দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা নিতে চাননি আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। ফলে আজীবন বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিপদ সম্পর্কে সচেতন করে আসা বুদ্ধদেব এই সম্মান নেবেন কিনা তা নিয়ে প্রথম থেকেই সন্দেহ ছিল। তবে শেষ পর্যন্ত তাঁর পরিবারের তরফে জানা গেছে বুদ্ধদেব ভট্টাচার্য এই সম্মান নিতে অসম্মত হয়েছেন।
বাম আমলের দুর্নীতি তুলে ধরতে মমতার হাতিয়ার বুদ্ধদেব
কলকাতা: সিপিএম আমলের দুর্নীতি তুলে ধরতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। বাম আমলে জ্যোতি...
Read more