ডিজিটাল ডেস্ক: বাম জমানায় সিঙ্গুর জমি আন্দোলন বাংলার ইতিহাসে অন্যতম জায়গা করে নিয়েছে। সিঙ্গুরে একটা সময় টাটা কোম্পানির ন্যানো প্রকল্পের জন্য জমি নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে জোরদার বাধার মুখে পড়ে টাটা তাঁদের কোম্পানি সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু জমি ফাঁকাই পড়ে থাকে। সেই জমিতেই তৈরি করা হচ্ছিল মাছের ভেড়ি, যা নিয়ে ব্যাপক রাজনৈতিক চাপানউতোর শুরু হয় বিগত কয়েকদিন যাবৎ। বিরোধীরা অভিযোগের আঙুল তুলেছিল ভূমি রাজস্ব দপ্তরের দিকে। কিন্তু এবার সেই ভূমি রাজস্ব দপ্তর থেকে মাছের ভেড়ি তৈরি করার কাজ বন্ধ করে দিল। গত পাঁচদিন ধরে ভেরি কাটার কাজ চললেও মঙ্গলবার সেই কাজ বন্ধ হয়ে গিয়েছে। ইতিমধ্যে সিঙ্গুরের কারখানার জমিতে মাছের ভেড়ি তৈরীর বিরুদ্ধে সরব হয়েছে বাম ছাত্র সংগঠন। পাশাপাশি এই নিয়ে গেরুয়া শিবিরের পক্ষ থেকে দিলীপ ঘোষ তীব্র কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সব মিলিয়ে বলা যায়, সিঙ্গুর নিয়ে কিন্তু ক্রমশ আবার বিতর্ক বাড়ছে।
আরও পড়ুন :বাজেটে আমজনতার প্রাপ্তির ভাড়ার শূন্য, কটাক্ষ মমতার