বর্ধমান, ৬ জানুয়ারিঃ বর্ধমান জংশন স্টেশন ভবনের একাংশ ভেঙে পড়ার কারণ খতিয়ে দেখতে সোমবার দুর্ঘটনাস্থলে পৌঁছালেন রেলের বিশেষজ্ঞ কমিটি। একই দিনে বর্ধমানে স্টেশনে এসে ভবন ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত সারলেন রেলের তিন সদস্যের তদন্তকারী দল। হাওড়া ডিভিশনের সিনিয়র সেফটি অফিসার তপন কুমার মাইতি দলের নেতৃত্বে ছিলেন। কোনও প্রত্যক্ষদর্শীর বয়ান না পেয়ে, স্টেশনের বিভিন্ন বিভাগের আধিকারিক ও কর্মীদের কাছ থেকে লিখিত বক্তব্য নিয়ে তদন্তকারী দল এদিন শুনানি শেষ করেন। উল্লেখ্য, গত সপ্তাহের শনিবার ৪ জানুয়ারী রাতে রেলস্টেশনের মূল প্রবেশদ্বারের একাংশ ভেঙে পড়েছিল। এদিন একটি জায়গায় গর্ত করে মাটির সহ্য-ক্ষমতা বোঝার চেষ্টা করেন বিশেষজ্ঞরা। পুনর্মিমানের জন্য কতটা অংশ ভাঙা যেতে পারে তার ‘স্কেচ’ তৈরি করা হয়। পরীক্ষা নিরীক্ষার বিষয়ে বিশেষজ্ঞ দলের কেউ অবশ্য সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে চাননি। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী জানান, রেলের তরফে ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি আইআইটির (খড়্গপুর) বিশেষজ্ঞদের সঙ্গেও আলোচনা হচ্ছে।
বিয়ের চাপ দেওয়া আত্মহত্যার চেষ্টা যুবকের
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কোনও পক্ষই লিখিতভাবে অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।
Read more