প্রদীপ চট্টোপাধ্যায়, বর্ধমান: পড়ুয়াদের কাছে তিনি রিংকু ম্যাডাম বলে পরিচিত। ইতিহাস পড়াতেন পূর্ব বর্ধমানের (Burdwan) পূর্বস্থলীর রাজাপুর ভাতশালা ধীরেন্দ্রনাথ বিদ্যাপীঠে। কিন্তু তাঁর নাম বললেই হাসিঠাট্টা করত অনেক পড়ুয়াই। কারণ তাঁরা মনে করত ইতিহাসে রিংকু ম্যাডামের জ্ঞান একেবারেই কম। তাই তিনি ঠিকমতো নাকি পড়াতে পারতেন না। ইতিহাসের কোনও বিষয়ে পড়ুয়ারা রিংকু ম্যাডামের কাছে জানতে চাইলে তিনি সঙ্গে সঙ্গে কিছু জানাতে পারতেন না। পরে জানাবেন বলে পাস কাটাতেন। এহেন শিক্ষিকা রিংকু দেবনাথের নাম এসএসসি’র প্রকাশিত অযোগ্য শিক্ষকদের তালিকায় রয়েছে শুনে পড়ুয়ারা জানায়, তাঁদের সন্দেহই সত্যি প্রমাণিত হল। তালিকায় নাম ওঠার পর থেকে স্কুলে আসা বন্ধ করে দিয়েছেন ওই শিক্ষিকাও। বিষয়টি যেন কল্পনাও করতে পারছেন না বিদ্যালয়ের অন্য শিক্ষকরা। তাঁদের বক্তব্য রিংকু দেবনাথের কীর্তি আমাদের সবাইকেই অবাক করে দিয়েছে।
এসএসসি নিয়োগে দুর্নীতি নিয়ে উত্তাল রয়েছে গোটা বাংলা। নিয়ম ভেঙে অনেকের অবৈধ উপায়ে চাকরি পাওয়া নিয়ে এখনও পথে বসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বহু যোগ্য এসএসসি চাকরিপ্রার্থীরা। এই আন্দোলন ২০১৯ সাল থেকে দানা বাঁধে। এরপর ২০২২ সালের প্রথম দিক থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি আন্দোলন জোরদার রূপ নেয়। দুর্নীতি কাণ্ড নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু হয়। আদালতের নির্দেশে সিবিআই তদন্তে নামে। কিছুদিন আগে স্কুল সার্ভিস কমিশন ১৮৩ জন অযোগ্য শিক্ষকের নামের তালিকা আদালতে জমা দেয়। সেই তালিকায় নাম থাকে জেলার জামালপুর থানার বাণী নিকেতন রঙ্কিনী মহল্লা বিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক শেখ ইনসান আলির নাম। মঙ্গলবার রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের তরফে আরও ৪০ জন অযোগ্য শিক্ষক-শিক্ষিকার নামের তালিকা প্রকাশ করা হয়। তাতে নাম রয়েছে পূর্বস্থলীর রাজাপুর ভাতশালা ধীরেন্দ্রনাথ বিদ্যাপীঠের ইতিহাসের শিক্ষিকা রিংকু দেবনাথের নাম। অথচ ২০১৯ সাল থেকে এই বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করছিলেন। বিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, দ্বিতীয় তালিকা প্রকাশের পর থেকেই পূর্বস্থলীর পারুলিয়া নিবাসী রিংকু দেবনাথ আর স্কুলমুখী হননি। তাঁর ফোনও বন্ধ রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল নন্দী জানান, তালিকায় এই বিদ্যালয়ের একজন শিক্ষিকার নাম রয়েছে জেনে খুব খারাপ লাগছে। এই নিয়ে সরকারিভাবে যা জানানো হবে সেটাই করবেন বলে প্রধান শিক্ষক জানিয়েছেন।
আরও পড়ুন: Anubrata Mandal | গোরু পাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেপাজত অনুব্রত’র