হলদিবাড়ি: হলদিবাড়ির(Haldibari) দেওয়ানগঞ্জ রাজ্য সড়কের তাঁতিপাড়া মোড় এলাকা থেকে উদ্ধার হল একটি বার্মিজ পাইথন। বৃহস্পতিবার রাজ্য সড়ক পার হবার সময় সাপটি দেখতে পান পথচারীরা। খবর চাউর হতেই মুহূর্তে পাইথন দেখতে ভিড় জমান উৎসুক মানুষ। এরপরেই খবর যায় হলদিবাড়ি থানা এবং বন দপ্তরে। বন দপ্তরের কর্মী ও স্পোরের সদস্যরা গিয়ে পাইথনটি উদ্ধার করে হলদিবাড়িতে বন দপ্তরের অফিসে নিয়ে যান। বন দপ্তর সূত্রে খবর, উদ্ধার হওয়া পাইথনটির ওজন ১০ কেজি ৮০ গ্রাম এবং দৈর্ঘ্য ২.৬মিটার। বাংলাদেশ সীমান্তবর্তী পারমেখলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের ঝাড়সিংহাসন এলাকায় পাইথনটিকে ছেড়ে দেওয়া হয়েছে।
প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, অঞ্চল সভাপতিকে অপসারণের দাবিতে মিছিল
ফুলবাড়ি: অঞ্চল সভাপতি নিয়ে তৃণমূলের গোষ্ঠী কোন্দল রবিবার প্রকাশ্যে এল মাথাভাঙ্গা (Mathabhanga)-২ ব্লকের ফুলবাড়িতে। দলের ফুলবাড়ি অঞ্চল সভাপতি বিনয় বর্মনকে...
Read more