রাজগঞ্জ, ৭ জানুয়ারিঃ বৃদ্ধ দম্পতির অগ্নিদগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ফুলবাড়ি-২ গ্রাম পঞ্চায়েতের জয়নগর কলোনিতে মৃতদেহগুলি উদ্ধার হয়। মৃতদের নাম রহিত প্রসাদ রায় এবং দূরপ্রতি রায়।
জানা গিয়েছে, ওই বৃদ্ধ দম্পতির সন্তানরা অন্যত্র থাকেন। এদিন ঘর থেকে তাঁদের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। কীভাবে তাঁদের মৃত্যু হল তা নিয়ে তদন্ত করছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।